• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

অপরাধ

কেরানীগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

১৫ টি মটর সাইকেল উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০২৩

কেরানীগঞ্জ প্রতিনিধি:

কেরানীগঞ্জে মোটরসাইকেল চুরি চক্রের আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা ১৫ টি মটর সাইকেল উদ্ধার করা হয়।

আজ ২৯ আগস্ট মঙ্গলবার কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন কেরানীগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির।

তিনি বলেন, কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা গোলজারবাগ এলাকায় একটি মোটর সাইকেল চুরির ঘটনায় গত ১৯ জুন ২০২৩ জলিল সরদার নামে এক যুবক অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা করে। ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এ মামলার গুরুত্ব সহকারে তদন্ত ও আসামীদের আটক করার নির্দেশ প্রদান করেন।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ মামুন এর সহযোগিতায় এসআই অলক কুমার দে, এস আই আবুল কালাম আজাদ,এস আই ইমরান, এসআই আল আমিন এর সমন্বয়ে একটি চোকস টিম তথ্য প্রযুক্তি সহায়তায় অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চোর চক্রের প্রধান রাজিব (২৫)কে গ্রেফতার করে,। রাজিব এর দেয়া তথ্যের ভিত্তিতে আরো দুই জনকে আটক করি আাসমীরা হলেন রাসেল (২৭)  দিদার (২৮)।

এই কর্মকর্তা আরো জানান, এই চোর চক্রের প্রধান রাজিব ফেসবুকে একটি সিন্ডিকেট গড়ে তোলে ফেক আইডি খুলে ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে মোটর সাইকেল এর ছবি দিয়ে বিক্রি করে।

মোটর সাইকেল বিক্রি হলে ফেক আইডি বন্ধ করে দেয়। এই চক্রের হোতারা প্রতিটি জেলা ও থানায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আটক রাজিব, রাসেল,দিদার এর বিরুদ্ধে ঢাকা ও আশপাশের থানায় প্রায় ১০/১৫ টি মামলা রয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads